lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-04T04:11:50Z
আইন ও অপরাধ

গাইবান্ধার মোটরসাইকেল চোর কালাম পলাশবাড়ীতে জনতা হাতে আটক

Advertisement


 



আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

গাইবান্ধা জেলার মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত আন্তঃজেলা মোরসাইকেল চোর কালাম কে পলাশবাড়ীতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ৩ মার্চ সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলায় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে।


প্রত্যক্ষদর্শীরা জানান,আন্তঃজেলা চোর চক্রের।মুলহোতা কালাম দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে, পলাশবাীর স্থানীয়রা তাকে শনাক্ত করে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।


জনতার হাতে আটককৃত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মুলহোতা কালাম গাইবান্ধা সদর উপজেলার মৌজামালি বাড়ী গ্রামের দুলার ভিটার মৃত দুলা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জেলা সদর ছানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। এর আগেও চারটি মোটরসাইকেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন। জামিনে বেরিয়ে আবার মোটরসাইকেল চুরি সাথে জড়িত ছিলেন। 


আটকের বিষয়ে পলাশবাড়ী থানার জুলফিকার আলী ভুট্টো সাংবাদিতকদের বলেন, "আটককৃত কালাম পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


অপর দিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থারীয় সচেতন মহল আশা করছেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, গত কয়েকদিন হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মোটরসাইকেল চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে।  স্থানীয় একাধিক ব্যবসায়ি ও চাকুরিজীবীর একাধিক মোটরসাইকেল চুরি হয়েছে।