lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-26T17:44:09Z
স্বাধীনতা দিবস উদযাপন

মাদারগঞ্জে প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

Advertisement


 


মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায়   ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি  উপলক্ষে  সূর্য্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও শহীদ বীরমুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে   পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া  করা হয়। পরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন আয়োজিত বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ শুভ উদ্বোধন করেন  ইউএনও নাদির শাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  সায়েদা খানম লিজা,মাদারগঞ্জ সার্কেলের এএসপি সাইদুর রহমান,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে উপজেলা  অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ বীরমুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সকল শহীদদের মাগফিরাত কামনা ও বীরমুক্তিযোদ্ধাসহ সকলের দীর্ঘ হায়াত কামনায় দোয়া করা হয়।