Advertisement
মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাধবদী পৌরসভা শাখার যুগ্ম আহŸায়ক মোঃ মোমেনকে চাঁদা না দেয়ায় তারই নিজ ভাগিনাকে মারধরের অভিযোগ উঠেছে। গতকালকের এমনই একটি ঘটনায় মাধবদীর আটপাইক্কায় আপন মামা মোমেনের বিরুদ্ধে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন ভাগিনা মোঃ সোহেল মিয়া।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী মোঃ সোহেল এর সাথে কথা বলে জানা যায়, সোহেলের আপন মামা মোমেন মিয়া আটপাইক্কা মোজাম্মেল এর পুকুর পাড় সাবেক রেললাইন এর লিজের দুই শতাংশ জমি দখল পরিবর্তনের মাধ্যমে ক্রয় করেন। উক্ত জায়গায় গতকাল বুধবার মাটি ভরাটের কাজ করতে গেলে মামা মোমেন মিয়া এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সোহেল কোন টাকা পয়সা দিতে পারবেন বললে মোমেন মিয়া কাজে বাধা প্রদান করেন ও সোহেল মিয়াকে মারধর করেন বলে সোহেল মিয়া অভিযোগ করেন। তিনি বলেন আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমি মাধবদী থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেছি। তিনি প্রশাসন ও সরকারের কাছে ন্যায় বিচার দাবি করেন।
সোহেলের ভাই মোঃ শিপন মিয়া বলেন, আমার বড় মামা মহাসিন গতকাল বুধবার সাড়ে পাঁচটায় আমাদেরকে জানান আমার ছোট মামা মোমেন মিয়া আমার ভাই সোহেল এর কাছে টাকা দাবী করে না দিলে কাজ বন্ধ করে দিবে। বিষয়টি জেনে আমরা আসলে মোমেন মিয়া আমার ভাই সোহেলকে মারধর করে ও হুমকি দেয়।
সোহেলের স্ত্রী জোছনা আক্তার বলেন, আমার মামা শ্বশুর প্রায় সময়ই আমাদের কাছে টাকা পয়সা চায় এবং নেয়। আত্মীয় স্বজন বলে আমরা দেই কিন্তু গতকালের ঘটনায় তিনি আমার স্বামী সোহেলকে মারধর করে ও জায়গায় না আসতে হুমকি দিচ্ছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাধবদী পৌরসভা শাখার যুগ্ম আহŸায়ক মোঃ মোমেন মিয়া উত্তেজিত হয়ে বলেন, আমি শ্রমিকদলের নেতা। আমি সোহেলের নিকট জমি বিক্রির টাকা পাওনা আছি। আমার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত সে জমিতে কাজ করতে পারবে না।
উক্ত অভিযোগ সম্পর্কে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে আমরা সোহেল এর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।