Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ মাগুরায় শিশু আছিয়া সহ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, শ্লীলতাহানি এবং যৌন হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০ টায় আটোয়ারী উপজেলা সর্ব স্তরের শিক্ষার্থীদের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে আগত শিক্ষার্থীরা "তুমি কে আমি কে? আছিয়া, আছিয়া", "রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন", "আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই" এবং "ওয়ান টু থ্রি ফোর, ধর্ষকের কবর খোঁড়" সহ নানা শ্লোগান দিতে থাকে।
পরে সম্প্রতি মাগুরায় শিশু আছিয়া সহ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, শ্লীলতাহানি এবং যৌন নির্যাতন বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা অতি দ্রুত ধর্ষকদের কঠিন শাস্তির দাবি জানায়।
শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি সারাদেশে ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলেছে। এতে আমরাও অনেক আতঙ্কে বেঁচে আছি। যদি ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আগামী দিনে নারীরা ঘরে আবদ্ধ হয়ে থাকবে। তাঁরা আরো বলেন, "আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই৷ স্বাধীন ভাবে পড়াশোনার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। আমাদেরকে এভাবে অঙ্কুরেই বিনষ্ট করে দিবেন না"।