lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-26T16:00:22Z
স্বাধীনতা দিবস

রোটারি ক্লাব অব পাবনার মহান স্বাধীনতা দিবস উদযাপন

Advertisement


 আব্দুল কাইউম :

যথাযথ মর্যাদার সাথে ৫৫তম মহান স্বাধীনতা ও গৌরব ময় শহীদ দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধের  বীর শহীদদের সম্মানে (২৬মার্চ) বুধবার সকালে রোটারি ক্লাব অব পাবনা (আর আই ডি ৬৩) এর পক্ষ থেকে দুর্জয় পাবনার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন পিপি রোটাঃ ট্রেজারার মোবিদুর রহমান সেতু,রোটাঃ মিজানুল রহমান (ভিপি), আসাদুজ্জামান খোকন(ভিপি),ইঞ্জিনিয়ার রোটাঃ আজিজুল হক, রোটা: ও সমাজ সেবক মাহবুবুল আলম, মান্নান ভূইয়া (ভিপি),প্রিতম কুমার কুন্ডু, রোটাঃ শাহিন রেজা, কাওছার সর্দর সহো সদস্য গন।


এ সময় জাতির বীর সন্তান ও সকল শহীদ দের স্মরনে করে ১ মিনিট  নিরবতা পালন করেন আগত সদস্য বৃন্দ।