lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-19T16:35:26Z
আইন ও আদালত

মাদক সেবনের দায়ে পলাশবাড়ীতে যুবলীগ নেতাসহ ৩ জনের জেল-জরিমানা

Advertisement


 

আশরাফুল ইসলাম :

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়।


আটককৃতরা হলেন,হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল(৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল(৪০)।


এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৩মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়েছে।


এ বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার।

অভিযানের এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


পলাশবাড়ী সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার সাংবাদিকদের জানান,অভিযোগের ভিত্তিতে তাদের বাড়ীতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তাদের জেল ও জরিমানা করা হয়েছে।