Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকালে জামায়াত ইসলামের দলীয় অফিস থেকে র্যালি বের হয়ে রামগড় পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ফয়েজুর রহমানসহ দলটির স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে সকলের উচিত সংযমী হওয়া এবং ইসলামের বিধান মেনে জীবন পরিচালনা করা।