lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-24T04:41:57Z
ইফতার বিতরণ

মাধবদীর মেহেরপাড়ায় ইসলামী ছাত্র শিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী মেহেরপাড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মার্চ পৌলানপুর ইসলামিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসার হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মোঃ সাইফুল্লাহ ফাহাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপাড়া ইউনিয়ন শাখার সেক্রেটারী আল মাসুদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাধবদী থানা শাখার সভাপতি তাজুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপাড়া ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আকরাম হোসেন বকুল, জামায়াত নেতা মাওলানা রিয়াজুল ইসলাম,  ইয়াকুব হোসেন বকুল,  আমিনুল ইসলাম রতন, রিদুল ইসলাম, ছাত্র শিবির নেতা ইমু প্রমূখ।