lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-28T18:26:07Z
জাতীয়

ঠাকুরগাঁওয়ে সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম আটক

Advertisement


 


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল চুরির সময় হাতেনাতে   ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম আটক । ২৮ মার্চ শুক্রবার গভীর রাতে ঐ ইউনিয়নের রাজাপুকুর বাজারে ট্রাক সহ আমিনুলকে আটক করে স্থানীয়রা। তিনি পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারু ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে সরিয়ে নিচ্ছিলে ঐ স্বেচ্ছাসেবকদল নেতা সহ বেশ কয়েকজন। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ড সহ কয়েকজন স্থানীয় এগিয়ে যায়। এ সময় তাদের দেখে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ধরা পড়েন আমিনুল ইসলাম। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পলাতক রয়েছে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা কামাল ও সুলতান। পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক্টর সহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম বলেন, ‘সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় ২৮ মার্চ শুক্রবার আমিনুল ইসলাম ও ওয়াদুদকে সেচ্ছাসেবক দল এবং সুলতানকে ইউনিয়ন বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ।