lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-12T13:19:19Z
ইফতার মাহফিল

ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে সহস্রাধিক মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার ও পুরস্কার বিতরণ

Advertisement


 

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানের স্বপ্নদ্বীপ রিসোর্ট-এ সহস্রাধিক মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইসলামি প্রতিযোগিতা, উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ মার্চ) থেকে বুধবার (১২ মার্চ) পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নেয় খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল ছাত্রদের উপহার প্রদান করা হয়, পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া, মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলেমদেরও পুরস্কৃত করা হয়।





অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাহতাব বিশ্বাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা সভাপতি বরকত উল্লাহ ফাহাদ, সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, পাবনা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুহান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।




অনুষ্ঠানে খায়রুল ইসলাম বলেন,"আমি একজন ব্যবসায়ী, কিন্তু ব্যবসার বাইরেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে। মাদ্রাসা ছাত্রদের নিয়ে কিছু করতে পারলে ভালো লাগে। তাই প্রতি বছর চেষ্টা করি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করতে চাই, সবাই দোয়া করবেন।"


প্রধান অতিথি আলহাজ্ব লতিফ বিশ্বাস বলেন,"পাবনায় একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। ইসলামী শিক্ষার প্রসারে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"


বিশেষ অতিথি মাহতাব বিশ্বাস বলেন,"স্বপ্নদ্বীপ রিসোর্ট শুধু বিনোদনের জায়গা নয়, এটি এখন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেরও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আশা করি, এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।"


শেষে মাদ্রাসার ছাত্রদের আনন্দঘন মুহূর্ত ও সম্মিলিত দোয়ার মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়।