lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-28T18:19:50Z
মরদেহ উদ্ধার

বাঘায় পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Advertisement


 

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর পদ্মানদীতে ভাসমান অজ্ঞাত এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।


শুক্রবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের খেয়াঘাটের পাশে থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর খেয়াঘাটের পাশে প্রায় সাড়ে ৪ ফুট উচ্চতার এক নারী কালো উপর সাদা ফুটকানো কালারের সালোয়ার কামিজ পরিহিত লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে বাঘা থানার পুলিশ ও চারঘাট নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।


চারঘাট নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি পরিদর্শক (এসআই) মুনসুর রহমান বলেন,থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে নারীর মৃত্যুর কারণ জানা যাবে।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চারঘাট নৌপুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। নৌ পুলিশ ও বাঘা থানা পুলিশ পৃথকভাবে তদন্ত করবে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।