Advertisement
পাবনা প্রতিনিধি :- পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের শমসের আলীর ছেলে আবুল কালাম আজাদ বর্তমান পাবনা পৌর শহরের শালগাড়িয়া মহল্লার স্ত্রী পুত্রসহ পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে কর্মরত আছেন। গতকাল দূর্ণীতি দমন কমিশন পাবনা কার্যালয় সূত্রে জানা যায় পিআইও আবুল কালাম আজাদ স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বী রিয়ন এর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন । মামলায় ৪ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার আয় বহির্ভুত অবৈধ সম্পদের অভিযোগের বর্ণনা দেওয়া হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পিআইও আবুল কালাম আজাদ সরকারের বিভিন্ন জায়গায় চাকরীর সুবাদে অসৎ উপায়ে সম্পদ অর্জন করেন এবং এসব অর্থ তার সন্তান ও স্ত্রীসহ আত্মীয় স্বজনের নামে বেনামে কোটি টাকা গচ্ছিত রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর।
তবে এ বিষয়ে আবুল কালামের আজাদের জন্মভূমি সুজানগর এলাকার শফিক, রাজু ,তুহিন, কালাম বলেন আবুল কালাম আজাদের বাবা পূর্ব থেকেই শত শত বিঘা সম্পত্তির মালিক।তারা পূর্বেই জমিদার ছিলেন, তাদের সরকারি টাকা আত্মসাৎ করে চলতে হবে এমনটা বিশ্বাস হয় না।
দুদকের মামলার অভিযুক্ত শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ মুঠো ফোনে আমাদের প্রতিনিধিকে বলেন, আমার বিষয়ে দুদকে মামলা হয়েছে কিনা আমার জানা নেই, তবে মামলা যদি হয়েই থাকে, আমি আইনকে শ্রদ্ধা করি। আইনের মাধ্যমেই সঠিক বিচার পাব বলে মনে করি।