Advertisement
পাবনা প্রতিনিধি: সুজানগরে সিএনজির চেইন মাস্টার নজরুল মোল্লার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি !! চাঁদার টাকা না পেয়ে সিএনজির চেইন মাস্টার নজরুল মোল্লাকে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে পাবনার সুজানগরের সাতবাড়িয়া ইউনিয়নের কাচুরী মোড় নামক স্থানে সিএনজি থেকে নামিয়ে নজরুল মোল্লাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতেই নজরুল মোল্লাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত নজরুল মোল্লাকে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, নজরুল মোল্লার অবস্থার অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ভূক্তভোগি পরিবার ও সিএনজি স্ট্যান্ডের চালকরা জানান,সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার নজরুল মোল্লার কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করেন, ইসলাম মোল্লা। চাঁদার টাকা না পেয়ে ইসলাম মোল্লা দলবল নিয়ে সিএনজি থেকে নামিয়ে নজরুল মোল্লাকে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে দেয়।
ইসলাম মোল্লা পৌরসভার চর মানিকদীর মহল্লার আব্বাস মোল্লার ছেলে। এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ইসলাম মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি,জমি দখল, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে। তারা আরও জানান, ইসলাম মোল্লা সুজানগর মন্ডল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে রুমীদের দালালি করে দিনযাপন করতো। রাষ্ট্রীয় ক্ষমতার পেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ইসলাম মোল্লা দুর্ধর্ষ হয়ে ওঠে। দামী মোটরসাইকেল কিনে সুজানগর বাজার দাপিয়ে বেড়ায়। ইসলাম মোল্লা কাছে হাসপাতালের ডাক্তার, ঔষধ কোম্পানীর রিপেজেনটিভ, হাসপাতালের রোগী ও সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।