lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-04T12:28:44Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা- রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।


নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। তিনি ধরনি কান্তের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মার্চ মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।


এ দুর্ঘটনা মহাসড়কে দ্রুতগতির যানবাহনের ঝুঁকি আরও একবার সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।