lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-08T13:52:15Z
আন্তর্জাতিক নারী দিবস

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন

Advertisement


 

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আয়োজনে নারী সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা নারী, আমরা পারি, নারীর শ্রম বৈষম্য বিলোপ করি, উন্নয়নশীল দেশ গড়ি, নারী অধিকার প্রতিষ্ঠা করি, বৈসাম্যহীন দেশ গড়ি সহ নানা স্লোগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিলীমা রানীর সভাপতিত্বে উক্ত বিশ্ব নারী দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সম্পাদক শহর আলী, ভিএসও এর (ভিএল) মমিনুর রহমান, সিসিডিবি এর অন্যান্য প্রকল্পের সহকর্মীবৃন্দ প্রমূখ।

নারীর শ্রম বৈষম্য, নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সকল বক্তারা।

তারা আরও বলেন, নারী-পুরুষ একটি গাড়ির চাকাস্বরুপ। নারী ছাড়া পুরুষের কাজ পরিপূর্ণতা অর্জন করতে পারে না। দেশের উন্নতিতে নারীদের অবদান অবিস্মরণীয়। নারী পরিবার থেকে শুরু করে জাতীয়ভাবে অবদান রাখছে। নারীদের পরিবারে অধিকার নিশ্চিত করতে পারলে সমাজে অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে নারীরা আরও অবদান রাখতে পারবে।