lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-14T06:18:43Z
আইন ও অপরাধ

সখীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি প্রিন্স মাদকসহ গ্রেফতার

Advertisement


 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে পর্নোগ্রাফি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রেজোয়ানুল ইসলাম প্রিন্সকে (৩০) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের উপজেলা ডাকবাংলোর সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার প্রিন্স পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। প্রিন্সের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিভাস এ তথ্য নিশ্চিত করেছেন।


থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রেজোয়ানুল ইসলাম প্রিন্স নামের ওই যুবককে ২৫টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রিন্সের নামে আগেই পর্নোগ্রাফি মামলায় ওয়ারেন্ট ছিল।


এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকির হোসেন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় এসআই লিভাস বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে প্রিন্সকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।