Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে ৮৭১ পিস ইয়াবাসহ আটক হয়েছে এক যুবদল নেতা ও তার সহযোগী। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন সীমানা পিলার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফুলতলা ইউনিয়নের মতিনপুর গ্রামের আসাবুর রহমানের ছেলে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. ইমরান (২০)। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন পিলার এলাকা থেকে ওই ইউনিয়নের মতিনপুর গ্রামের আসাবুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. ইমরানকে (২০) ৮৭১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা মতিনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫) পালিয়ে যায়।
এ বিষয়ে ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আটককৃত মো. জাহাঙ্গীর হোসেন যুবদলের কমিটিতে থাকলে আমরা তাকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দ্রæত বহিষ্কার করব।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন পিলার এলাকা থেকে ৮৭১ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর হোসেন ও মো. ইমরান নামের দুইজনকে আটক করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত আছে।’