lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-10T03:14:28Z
জাতীয়

দেশের অবস্থা ভালো না:বঙ্গবীর কাদের সিদ্দিকী

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

"দেশের অবস্থা ভালো না" উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের শান্তিতে রাখেন।’রোববার টাঙ্গাইলের সখীপুরে তৈলধারা বাজারে এক ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কাদের সিদ্দিকী বলেন, ‘এবার একটি বিশেষ পরিস্থিতি চলছে, সে জন্যে এসেছি। সবাইকে বলছি, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। দেশের অবস্থা ভালো না। আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সাধারণ মানুষ যাতে বাজার করে খেতে পারে, বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের আয়ের সঙ্গে যাতে ব্যয়ের সামঞ্জস্য থাকে।’


তিনি আরও যোগ করে বলেন, ‘আল্লাহ যদি প্রার্থনা কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নেই যে তা বিফল করবে।’


এর আগে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ গড়বাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু গতকাল শনিবার রাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে একই জায়গায় ইফতার মাহফিল করার কথা জানায়।


একই জায়গায় দুটি ইফতার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আজ (রোববার) নির্ধারিত স্থান থেকে চার কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে কাকড়াজান ইউনিয়ন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ইফতারের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।


এ সময় কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, দুলাল হোসেন,আবু জাহিদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।