lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-19T13:34:06Z
জাতীয়

গান ছড়িয়ে দেয়ার নির্দেশ শেখ হাসিনার,আওয়ামীলীগ নেতা ফোনালাপ ভাইরাল

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

প্রধান উপদেষ্টাকে কটুক্তি করে গান রচনা করেছেন তালতলী উপজেলার আওয়ামীলীগ নেতা ফোরকান ফরাজী। ওই গান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন। শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার নির্দেশ দেন। এমন একটি ফোনালাপ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এ ফোনালাপ ভাইরাল হওয়ার পরপরই ফোরকান এলাকা ছেড়ে পালিয়েছে। দ্রুত ফোরকানকে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন তালতলী উপজেলা বিএনপি। এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। 


জানাগেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজীর ছেলে ফোরকান ফরাজী। তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি। তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে কটুক্তি করে গান রচনা করেছেন। ওই গান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে শুনিয়েছেন। গান শেষে শেখ হাসিনা তাকে গানটি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনাগেছে “আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছিলাম। আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের শুর ও ছন্দে যদি ভুল হয় আপনী মার্জনার চোখে দেখবেন আপা। তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা তালতলী উপজেলা থেকে আপনারাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিন্দন জানাচ্ছি। আপা আপনার জন্য একটি গান রচনা করেছি। শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফোরকান তার কন্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান। “আয়রে আয় ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। রোধে পুড়ে ফসল ফলায় গবীর চাষি মজুরে, সাততলার উপরে থেকে সুদি ইউনুসের গোলা যায় ভরে। ইউনুসের গোলা যায় ভরে। ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদি ইউনুসের। হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমরা মরি অনাহারে। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক, ও দেশবাসি থাকিসনা আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। হাসপাতালে গিয়ে দেখি একি আজব কারখানা। শোসকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা। গান শুনে শেখ হাসিনা বলেন বাহ চমৎকার। পরে তিনি ফোরকানকে বলেন ইউনুস সাত তলায় নয় থাকে ১৬ তলায় থাকেন। মঙ্গলবার রাতে এ ফোনালাপ ভাইরাল হয়ে যায়। ওই রাতেই ফোরকানের বাড়ীতে বিএনপিস ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুজতে থাকে। কিন্তু ফোরকান বাড়ী ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। 

 

তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহীদুল হক বলেন,  ফোরকান ফরাজীর এমন কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ডাকা হয়েছে। প্রতিবাদ সভা শেষেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে। 


তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফোনকারকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।