lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-05T08:19:56Z
গ্রেফতারধর্ষণ

সখীপুরে ধর্ষণের অভিযোগে "দুলাভাই"গ্রেফতার

Advertisement


 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কালিয়া ইউনিয়নের এক নারী দুলাভাইয়ের কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

টাঙ্গাইলের সৃষ্টি কলেজ এলাকার বাসিন্দা ভুক্তভোগী (ছদ্মনাম) ছালমা(৩২) জানান,গত মঙ্গলবার সকালে পূর্ব পরিচিত আমার দুলাভাই (পাতানো)মো:জহিরুল ইসলাম(৩৮)পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য  সখীপুর আসতে বলে। সকাল ১১টায় তালত্বলা আসলে দুলাভাই জহিরুল আমাকে সাথে নিয়ে সারাদিন  মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।পরে বিকেলে সখীপুর উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনের পিছনে নিয়ে  সন্ধ্যায় ধর্ষণ করে।একপর্যায়ে পাওনা টাকা চাইলে ভুক্তভোগী জানায় জহিরুল আমাকে  গলাটিপে ধরে।আমি কৌশলে  উপায়ন্তর না দেখে জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে।অভিযুক্ত জহিরুল ইসলাম কচুয়া তেলের পাম্প এলাকার  হাবিবুর রহমানের ছেলে। 


এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো:জাকির হোসেন জানান,অভিযুক্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।