lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-08T10:54:20Z
আইন ও অপরাধ

পঞ্চগড়ে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী চোরাকারবারী নিহত

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নে ভারতের অভ্যন্তরে ভাটপাড়া  নামক স্থানের ৭৪৪/৭ নং পিলারের ১৬০ গজ এলাকায় গত রাত আনুমানিক ৩ টার সময় ভারতীয় ৪৬ ব্যাটালিয়ন বাংলাদেশী প্রায় ১৫ থেকে ২০ জন চোরাকারবারিদের দেখতে পেয়ে বাধা প্রদান করে।


 চোরাকারবারিরা বিএসএফের বাধা অতিক্রম করে এবং একপর্যায়ে বিএসএফদের দ্বা দিয়ে আঘাত করলে ভারতীয় বিএসএফ চোরাকারবারীদের উপর  ২ রাউন্ড গুলি ছোড়ে এতে করে পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের মোঃ সুরুজ আলী এর পুত্র মোঃ আলামিন (৩৬), বিএসএফের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়। 


এমনটি জানিয়েছেন  নীলফামারী ৫৬ বিজিবি এর অধিনায়ক। এবং তিনি আরো জানান দুই দেশের বিজিবি, বিএসএফ এর মাধ্যমে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে এবং দুই দেশের বিধি মোতাবেক পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষ করে নিহত বাংলাদেশী নাগরিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।