lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-07T12:50:28Z
আইন ও অপরাধ

জুড়ীতে সাজাপ্রাপ্ত ডাকাত সোহেল গ্রেপ্তার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া (৩১) নামের চুরি ও বন মামলার সাজাপ্রাপ্ত এবং আরো একাািধক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শুক্রবার (৭ মার্চ) তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল মিয়া চুরির অভিযোগে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং বন আইনের ২৫ (১/ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে জুড়ী থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলবতি রয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়। এসব গরু চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম ভুঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সোহেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ মার্চ) তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’