Advertisement
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা আমতলীতে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা প্রতিনিধি মিথুন কর্মকারের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম আরিফ কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দীন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ । বিশেষ অতিথি ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা এন এস এস নিবার্হী পরিচালক সাংবাদিক এ্যাড শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসকস্নাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন আকন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ এম কাওসার মাদবার। দৈনিক প্রতিদিনের কাগজ আমতলী প্রতিনিধি মিথুন কর্মকারের পরিচালনায় সভায় বক্তব্য বাখেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ রিপন মুন্সি , সাংবাদিক এইচ এম রাসেল , ফখর উদ্দীন তহসিন ও আল আমিন বাবু।