Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান উপলক্ষে আজ ১১ মার্চ উপজেলার ধুপইল বাজারে বাজার মনিটরিং করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টের অভিযানে ভেজাল পশুখাদ্য বিক্রির অপরাধে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং খাদ্যপণ্য নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।