lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-10T14:58:47Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দিলেন রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন

Advertisement


 


সজীব আহাম্মেদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:


পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা ও করতোয়া সেতুর টোল আদায় বন্ধ করার দাবিতে ইউএনও'র কাছে স্মারকলিপি দিয়েছেন রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা।


সোমবার (১০ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে স্মারকলিপি জমা দেন উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান। এ সময় সংগঠনের শতাধিক শ্রমিক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 


এর আগে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চত্বরে স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহ নিয়ে বক্তব্য রাখেন।


বক্তব্য তারা বলেন, দেবীগঞ্জের  ৪র্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু ১৯৯৮ সালে উদ্বোধনের পর থেকে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। অন্যান্য যানবাহনের পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিক্সা, অটোভ্যান ও রিক্সা থেকেও প্রতিবার সেতু পারাপারে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। ব্যাটারি চালিত এসব যানবাহনের চালকেরা সাধারণত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যারা দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে টোলের অতিরিক্ত বোঝা তাদের জন্য আরও দুর্ভোগ সৃষ্টি করছে। 


দেবীগঞ্জ পৌরসভার টোল আদায় সম্পর্কে বক্তারা বলেন, ২০২২ সালে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে স্পষ্টভাবে জানানো হয় যে, কোনো পৌরসভা টার্মিনাল ব্যতীত সড়ক বা মহাসড়ক থেকে টোল বা চাঁদা আদায় করতে পারবে না। এছাড়া এ বিষয়ে হাইকোর্টেরও স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবুও পৌরসভার নিয়ন্ত্রণাধীন এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা, অটোভ্যান ও রিক্সা থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

বক্তারা করতোয়া সেতু ও পৌরসভা কর্তৃক এসব টোল আদায় বন্ধ করার দাবি জানান।


এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপি আমার উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, যেন তাঁরা দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলতে পারেন।