Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ফিল্মি স্টাইলে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
৬ মার্চ (বৃহস্পতিবার)বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত তরুণীর নাম রুমা আক্তার (৩০)। তিনি শহরের মিলপাড় এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রুমা তাঁর তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌর শহর থেকে বাসায় ফিরছিলেন। পথে মিলপাড়ে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক ফিল্মি স্টাইলে তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন রুমার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।
আশপাশের লোকজন আহত রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার ১ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের দুই ছিনতাইকারীকে আটক করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে নিজেই তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ি। ইতিমধ্যে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের নিয়ে মালামাল উদ্ধারে এখনও অভিযান চলছে।’