Advertisement
সূর্য্য চক্রবর্তী (বাগেরহাট) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কচুয়ায় নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের জন্য মাসব্যাপী উন্মুক্ত ইফতার বিতরণের আয়োজন করেছে কচুয়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
(বৃহস্পতিবার) ৬ মার্চ বিকালে কচুয়া বাজার কফি হাউজের সামনে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন যুবনেতা শেখ সুজন, ছাত্রনেতা সাওন সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রাজনৈতিক সুত্রে জানাযায়,প্রতিদিন ইফতারের সময় ঘনিয়ে আসলেই কচুয়া বাজার কফি হাউজের সামনে,সড়কের পাশে দাঁড়িয়ে নিন্ম আয়ের মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন কচুয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় চা দোকানি রুহুল শেখ বলেন,রোযা উপলক্ষে দিনের বেলা চায়ের দোকান বন্ধ থাকে। সন্ধ্যার আগে দোকান খোলার প্রস্ততি নিয়। বাজারে ইফতার করলে ৫০-৬০ টাকা খরচ হয়। কিন্ত বিএনপির পক্ষ থেকে ইফতার পাওয়ায় আমাদের এই টাকাটা বেঁচে যায়। শুধু আমি নই আমার মতো অনেকেই এখান থেকে ইফতার নেন।
ইফতারের সময় ঘনিয়ে আসলে ইজিবাইক, ভ্যানচালক,অসহায়,দুস্থ ও পথচারীরা সেখান থেকে বিনামূল্যে ইফতার নিয়ে যান। পাশাপাশি ইফতারের প্যাকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে অসহায় ও শ্রমজীবীদের মাঝেও বিতরণ করা হয়।
যুবনেতা শেখ সুজন বলেন, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী উন্মুক্ত ইফতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। রমজানে শুরু হওয়া এই ইফতার আয়োজন চলবে রমজানের শেষ দিন পর্যন্ত।