Advertisement
আল আমিন হোসেন, পাবিপ্রবি : পবিত্র রমজান মাস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ক্লাস এবং ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের ২৪ মার্চ বেলা ১১:০০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিকিউরিটি সদস্যরা পালাক্রমে হলে সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ০৪ এপ্রিল থেকে হল খুলে দেওয়া হবে এবং ০৫ এপ্রিল সকাল ৯:০০ টা থেকে হলের কার্যক্রম যথারীতি চালু হবে।