lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-14T09:35:28Z
মানববন্ধন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

Advertisement


 


এম এইচ শাহীন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ- সভাপতি মো. গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে যুবদল নেতা শান্ত নিহতের ঘটনায় হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাধারণ জাহাজী শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৪ মার্চ)  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ- সভাপতি হাবিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,  জাহাজী শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন টুটুল, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ, হাবিবুর রহমান, সভাপতি কেন্দ্রীয় কমিটি নৌ- যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের 


এস এম মনিরুল ইসলাম মাস্টার সাংগঠনিক সম্পাদক রাব্বি আন আহমেদ, জাহাজ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি, মনিরুল ইসলাম মাস্টার, তৈয়ব আলী আকন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেডারেশন সাধারণ সম্পাদক মো. কাউছার শেখ মাস্টার। মো. ফারুক ইসলাম ,মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শীতলক্ষ্যা নদী বন্দর কমিটি। কাউসার আহমেদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি, আব্দুল হালিম শেখ, গাবতলী শাখা সভাপতি এম কে মনির,খুলনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক, বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান সাগর। তাজুল ইসলাম বাদশা, নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফারুক হোসেন, চর কিশোরগঞ্জ এলাকার ইউপি সদস্য আ. মোতালেব, মুক্তার হোসেন, বাচ্চু মেম্বার, শ্রমিক নেতা এমকে মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গোলাম কিবরিয়া মিজি একজন মানবিক মানুষ, তিনি সমাজের অসহায় মানুষের সেবক হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের জনহিতকর কার্যে নিয়োজিত রয়েছেন। একটি চক্র ২০২২ সালের মাঝামাঝি সময়ে কিবরিয়া মিজির আপন ছোট ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উজ্জ্বল মিঝি কে সন্ত্রাসী চক্র টি মেরে ফেলে। ঐ হত্যা মামলার বাদী হচ্ছেন গোলাম কিবরিয়া মিজি। এই মামলার বিচার বিঘ্নিত করার জন্য দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছে। 


বক্তারা আরও বলেন, নিহত শান্ত হত্যা মামলায় গোলাম কিবরিয়া মিজি ও শাহাদাত হোসেন প্রধান কে হয়রানি করার উদ্দেশ্যে আসামি করা হয়েছে।  শান্ত হত্যা মামলা থেকে অবিলম্বে গোলাম কিবরিয়া মিজি ও শাহাদাত হোসেন প্রধানের নাম প্রত্যাহার করতে হবে। নতুবা আমরা জাহাজী শ্রমিক ফেডারেশনের সর্বস্তরের শ্রমিকরা লাগাতার কর্মসূচি ডাকব। তাই আসামির তালিকা থেকে শ্রমিক নেতা কিবরিয়া মিজি ও শাহাদাত হোসেন প্রধান এর নাম প্রত্যাহার করতে হবে। 


উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার বকচর সংলগ্ন মেঘনা নদীতে স্পীড বোর্ড ও মাছ ধরার ট্রলারে মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জনের মধ্যে নিহত আবু ইলিয়াস শান্ত কে কেন্দ্র করে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলায় বিশিষ্ট শ্রমিক নেতা উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার বাদী গোলাম কিবরিয়া মিয়াজী ও শাহাদাত হোসেন প্রধানের বিরুদ্ধে হয়রানি মুলক  হত্যা মামলা দায়ের করা হয়েছে।