Advertisement
বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে ৮ লক্ষ টাকা মূল্যের ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ ১৬ টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ এর নির্দেশে মঙ্গলবার (০৪ মার্চ) রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে পায়ড়া নদী থেকে এসব জাল জব্দ করা হয়।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পায়ড়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে ১৬ টি বেহুন্দি জাল রেখে পালিয়ে যান জেলেরা। পরে জব্দকৃত ১৬ টি বেহুন্দি জাল উন্মুক্ত স্থানে জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিয়মিত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মেরিন ফিশারিজ অফিসার মোঃ অলিউর রহমান, ক্ষেত্র সহকারী নয়ন চন্দ্র ঘরামী, অফিস সহায়ক মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।