lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-30T05:33:53Z
ঈদ উপহার বিতরণ

মাদারগঞ্জে মহিষবাথান মানবকল্যাণ সংস্থার পক্ষে শতাধিক ছিন্নমূল মানুষের ঈদ উপহার বিতরণ

Advertisement


 

মাদারগঞ্জ প্রতিনিধি:

গড়বো সমাজ গড়বো দেশ মানবতার বাংলাদেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক ছিন্নমুল মানুষের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে  মহিষবাথান মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে শাহজালাল মোড় সংগঠনটির অফিস প্রাঙ্গণ এসব ঈদ উপহার বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন মহিষবাথান মানব কল্যান সংস্থার উপদেষ্টা মন্ডলি সদস্য মোঃ রনি, সভাপতি শিবলী আল আমিন। সহ- সভাপতি মোঃ ফয়সাল রহমান মিশুক, রাশেদ প্রামানিক, মোঃ খোকন মিয়া। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফজলু  সিনিয়র সাধারণ সম্পাদক  মামুনুর রশিদ নয়ন, সাংগঠনিক সম্পাদক স্বপন প্রামানিক, প্রচার সম্পাদক লিখন প্রামানিক,  আইসিটি বিষয়ক সম্পাদক হৃদয় পাশা সহ   সংস্থার আরো অন্যতম  সদস্য  ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এই সময় বক্তব্য রাখেন সভাপতি শিবলী আল আমিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফজলু। এই সময় সভাপতি বলেন, ২০২১ সালে মাত্র ১০ জন সদস্য নিয়ে সংস্থা টি বেড়ে উঠা এখন ১০০ সদস্য  নিয়ে সংস্থার পথ চলা আমরা যে কোন পরিস্থিতিতে দূর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমাদের সংস্থাটি অলাভজনক, অরাজনৈতিক সেবা মূলক প্রতিষ্ঠান।