lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-19T13:28:16Z
সাংবাদিক নির্যাতন

মৌলভীবাজারে সাংবাদিক শাহজাহানের উপর হামলা, হাসপাতালে ভর্তি

Advertisement

 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো. শাহজাহান মিয়ার উপর হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাত আনুমানিক সাগে ৯টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জামে মসজিদের ওজুখানার ভেতর এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে সাংবাদিক শাহজাহান মিয়া বের হয়ে মসজিদের অজুখানায় যান। এ সময় ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছন পেছন অজুখানায় প্রবেশ করে এবং দুর্বৃত্তদের একজন তার মুঠোফোনে থাকা ছবি দেখে সাংবাদিক শাহজাহান মিয়ার উপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলাকারীদের সকলের মুখেই মাস্ক পড়া ছিল। কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গাজী মঙ্গলবার রাতে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখে এসেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে সনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। যারা এ ঘটনার সাথে সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’