Advertisement
এম এইচ শাহীন:
মুন্সীগঞ্জের শ্রমিক নেতা কিবরিয়া মিজি ও নারায়ণগঞ্জের শাহাদাৎ প্রধানকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জের ভুক্তভোগি পরিবার ও এলাকার লোকজন এই মানববন্ধন করেন।
বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের সহ- সভাপতি মো. কিবরিয়া মিজি ও নারায়ণগঞ্জ যুবদলের নেতা শাহাদাৎ প্রধানকে মুন্সীগঞ্জের আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামি করা হয়। এসময় বক্তৃতারা বলেন, গত ১লা নভেম্বর রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন জাজির- বজচর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে সি- বোট ও মাছধরা ট্টলারের সংঘর্ষে আবু ইলিয়াস শান্ত নিহত হয়। কিন্তু এই দুর্ঘটনায় নিহত শান্তকে হত্যা দেখিয়ে সাজানো মিথ্যা মামলায় কিবরিয়া মিজি ও শাহাদাৎ প্রধান গংকে অভিযুক্ত করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও হয়রানি থেকে বাঁচতে চাই।