lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-22T09:48:33Z
মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

Advertisement


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

"যুক্তির শানিত ধারায় চৈতন্যের জাগরণ" এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২ মার্চ) সকাল ৯টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নতুন সেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি হাসান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আলী, বীর বিক্রম শহীদ মোহরআলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী।


এছাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন উচ্চ বিদ্যালয়, ফুলকুড়ি ইসলামি একাডেমি এবং গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও বিতার্কিকগণ উপস্থিত ছিলেন।


এ অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও চিন্তাশক্তির বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মূল্যায়ণ করা হয়েছে।