lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-16T10:43:37Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে পরকিয়ার জেরে ২ সন্তানের জননীকে হত্যার মামলায় গ্রেফতার-১জন

Advertisement


 



মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও পশ্চিমপাড়ায় ২ সন্তানের জননী রুমা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৫ মার্চ শনিবার রুমার মা ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট কাচনা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী মোছা: রোকেয়া বেগম (৪৬) বাদী হয়ে রুমার স্বামী মো: দেলোয়ার হোসেন (৩৭) সহ ৫ জনের নাম উল্লেখ করে ভুল্লী থানায় একটি মামরা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ বছর পূর্বে পারিবারিকভাবে রুমা ও দেলোয়ার হোসেনের বিবাহ হয়। তাদের পরিবারে মোছা: দোলা আক্তার (৯) ও রুমান (৬) নামে ২ সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই পরকিয়ার জেরে রুমা ও দেলোয়াড়ের পরিবারে অশান্তি লেগেই ছিল। মাঝে মধ্যেই ঝগড়া ও রুমাকে মারপিট করতো দেলোয়াড়। গত ১৪ মার্চ শুক্রবার রুমাকে কোথাও খুজে না পেয়ে বিষয়টি তার জা জেলি আক্তার রুমার মাকে জানায়। পরদিন ১৫ মার্চ শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান না পাওয়া গেলেও পরবর্তিতে বাড়ি থেকে  আনুমানিক ৫শ গজ দূরে একটি ভুট্ট্রা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমার পরিবার ধারনা করছে তাকে মারপিট করে, গলা চিপে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। 

এ ঘটনায় আসামীরা হলেন, রুমার স্বামী ঐ গ্রামের মো: হামিদুল ইসলামের ছেলে মো: দেলোয়ার হোসেন (৩৭), তার পিতা মো: হামিদুল ইসলাম (৬০), তার ভাই মো: জাহাঙ্গীর (৩৫), অপর ভাই মো: আব্দুর রাজ্জাক (২৬), ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের মো: ইয়াকুব আলীর ছেলে মো: ফারুক (২৮)। পুলিশ অভিযান চালিয়ে রুমার শ্বশুড় মো: হামিদুল ইসলাম (৬০) কে গ্রেফতার করে।