Advertisement
সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
"তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পঞ্চগড়ের দেবীগঞ্জেও উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৪।
রবিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহসান হাবীবের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম আযম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ্ মুহাম্মদ আমিন আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুজন সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে. ভূঁইয়া, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাতুল মোস্তাকিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আহসান হাবিব বলেন, প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয় এবং এদিন সারাদেশের ভোটার তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী দেবীগঞ্জ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ১০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৭০৩ জন, নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। নতুন ভোটার নিবন্ধন এবং তথ্য সংশোধন কার্যক্রম গুরুত্বের সঙ্গে পরিচালনা করছে নির্বাচন অফিস।
জাতীয় ভোটার দিবস উদযাপনের মাধ্যমে নতুন ভোটারদের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সকলকে ভোটদানে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান বক্তারা।