lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-23T14:10:18Z
মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর স্বপন বাসফোঁর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


২৩ মার্চ রবিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরী এলাকার ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন বাসফোঁর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাসফোঁরের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে , স্বপন বাসফোঁর পেশায় একজন সুইপার। গত বুধবার আনুমানিক রাত ১২টার দিকে নেশাগ্ৰস্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে ২৩ মার্চ বরিবার দুপুরে তার মরদেহ বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদী থেকে উদ্ধার করে পুলিশ।


বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর সাংবাদিকদের জানান,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।