শনিবার 22 মার্চ 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-19T13:40:54Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে চাল বিতরণ


 


রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।


বুধবার দুপুরে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় পরিবার গুলোর মাঝে সরকারি বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন।


ইউনিয়ন বাসির উপস্থিতে সরকারি বরাদ্দকৃত ৩০ টন ও নিজ অর্থায়নে আরো ৪৩০০ কেজি

Advertisement

চাল সহ নগদ অর্থ ৭৭ হাজার টাকা ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ অন্যান্যরা।


ঈদ উপলক্ষে সরকারের উপহার সঠিকভাবে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে  পৌঁছে দেয়ার জন্য খুশি হয়েছেন ইউনিয়ন বাঁশি।


এদিকে ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বলেন মানুষ মানুষের জন্য শুধু এই ঈদ নয় প্রত্যেকটি ঈদে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ।


তাদের ভোটের মধ্যে দিয়েই জনপ্রতিনিধি হয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি,তাই ইউনিয়ন অসহায় মানুষগুলোর পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই। ইউনিয়ন বাসি যারা রয়েছে তারা সকলেই তার পরিবার। তাই সুন্দরভাবে এবার সকলে মিলে একটি ঈদ উদযাপন করবে তারা।