Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় তেতুলিয়া উপজেলার পঞ্চগড় ১৮ ব্যাটেলিয়ান বিজিপি অধীনস্ত মাঝিপাড়া বিওপির সীমান্ত পিলার ৪৩৬/২ এস,হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টয়াগজ সীমান্তে ভারতীয় নাগরিক শ্রী সতিশ রায় কে আটক করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় ব্যাটেলিয়ান ১৮ বিজিপি এর প্রেস রিলিজ সূত্রে জানা যায় বাংলাদেশ তেতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার টয়াগঞ্জ এর বাসিন্দা মোঃ রমজান আলী এর বাড়ি থেকে নাগরিক শ্রী সতিশ রায় কে পঞ্চগড় ১৮ বিজিবির সদস্যরা আটক করে।
জানা যায় শ্রী সতিশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার, ময়নাগুড়ি থানার, দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায় এর পুত্র।
আটকৃত ভারতীয় নাগরিক শ্রী সতিশ রায় কে জিজ্ঞাসাবাদ কালে জানা যায় প্রায় ১৫ থেকে ২০দিন পূর্বে ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে এবং সে দিন মুজুরের কাজ করে আসছিল। এর আগেও এই ভারতীয় নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল এবং দিনমজুরের কাজ করে আবারো প্রত্যাগমন করে ।
বর্তমানে ভারতীয় নাগরিক এর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এর দায়ের করে মামলা রজু করা হয়েছে এবং কোর্টে চালান করা হয়েছে।