lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-21T08:09:18Z
ইফতার মাহফিল

মহীয়সী সাহিত্য পাঠচক্র ও কাব্যশ্রী লেখক চক্রের ইফতার মাহফিল

Advertisement


 

আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি:-

২০ মার্চ বৃহস্পতিবার শহরের এ হামিদ কমপ্লেক্সের (২য় তলায়) চরনিকেতন বইঘরে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে মহীয়সী সাহিত্য পাঠচক্র ও কাব্যশ্রী লেখক চক্র।

মহীয়সীর সত্ত্বাধিকারী কবি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার,কবি ও সাহিত্য সমালোচক ডা: সারোয়ার জাহান ফয়েজ, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র'র বার্তা সম্পাদক কবি গীতিকার বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়,উত্তরণ পাবনার উপদেষ্টা কবি প্রফেসর আব্দুদ দাইন সরকার, দৈনিক সিনসা সম্পাদক ও প্রকাশক এস এম মাহাবুব আলম, লেখক ও নদী গবেষক ড. মনছুর আলম, ঈশ্বরদীর নোঙর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান,  সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি ও ছড়াকার দেওয়ার বাদল,পাবনা রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া রাজু, কবি মোহাম্মদ আলী, কবি ও গল্পকার কথা হাসনাত,তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স প্রমুখ।

ইফতার মাহফিলে অংশ নেন রূপালী ব্যাংক পিলসি শাখার ম্যানেজার ফখরুল ইসলাম, রোটারিয়ান আলতাফ হোসেন, কবি আদ্যনাথ ঘোষ, সাহিত্য অনুরাগী শামসুজ্জামান প্রিন্স, প্রথম আলো ফটো সাংবাদিক হাসান মাহমুদ  ডী, সঙ্গীতশিল্পী ফাহমিদা চাঁদনী, কবি আজিজা পারভীন, কবি ও বাচিকশিল্পী  মঞ্জুরুল ইসলাম, কবি বিজুরী ইসলাম,কবি  ও সম্পাদক নজরুল ইসলাম মুকুল,কবি শামীমা সীমা , কবি সাইদা আক্তার কল্পনা, কবি নাছরীন মিতা, কবি সীমান্ত সেতু,কবি ইসতাইন আহমেদ, আবু সায়েম সোহাগ, সাবিনা ইয়াসমিন জুঁই ও তসিন মাহমুদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কবি মোহাম্মদ আলী।  অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন কবি শফিউল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক  কবি,কথাসাহিত্যিক ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া।