lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-22T12:09:44Z
মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) স্থানীয় চৌমুহনা চত্ত¡রে সর্বস্তরের শ্রীমঙ্গলবাসী ও আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ’র ব্যানারে জাতি-ধর্ম নির্বিশেষে সহ¯্রাধিক মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ’র চেয়ারম্যান অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গলের সংগঠক নিলয় রশীদ, সদস্য আরিফ হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, মাওলানা জাবের আল হুসাইনী, মামুনুর রশীদ, সিরাজনগর মাদরাসার শিক্ষক মো. ওয়াজেদ আলী, শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুমেল খাঁন প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই। আমরা জাতিসংঘ ও বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই ইসরায়েলকে বয়কট করুন। পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনে শিশু, বৃদ্ধ, বণিতা কেউ নিরাপদ নয়। দ্রæত ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় বসে থাকবে না। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। সেখানে মানুষের যে মৌলিক অধিকার, তার কোনোটাই বাস্তবায়ন করতে দেওয়া হচ্ছে না। আমরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছি।’ 

মানববন্ধনের পরে বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।