lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-23T13:59:55Z
রাজনীতি

কারাগারে নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার কারাগারে নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৩ মার্চ) বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। 

জেলা বিএনপি নেতৃবৃন্দ কারাগারে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও পরিবারের অন্যান্য সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারাগারে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে আমাদের পাঠিয়েছেন। আমরা তারেক রহমান’র সরাসরি তত্বাবধানে পরিচালিত বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার নিহতের পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছি। নিহত এ পরিবারের পাশে বিএনপি সব সময় পাশে থাকবে।’

উল্লেখ্য, বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রতিপক্ষের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মৌলভীবাজার জেলা কারাগারে মৃত্যুবরণ করেন।