lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-02T11:40:53Z
আইন ও অপরাধ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ

Advertisement


 


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী রহমতপুর এলাকা থেকে অবৈধ পথে আনা ৪০০ কার্টুন ভারতীয় ওরিস সিগারেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।



গতকাল শনিবার ১মার্চ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ ইবনে মিজানের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রহমতপুর এলাকা থেকে মালিকবিহীন ৪০০ কার্টুন ভারতীয় ওরিস সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেেটের আনুমানিক বাজারমুল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সিগারেট পরবর্তিতে  ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।



রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকায় যেকোন মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।