lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-24T04:58:16Z
ইফতার মাহফিল

পাবনার ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 


স্টাফ রিপোর্টারঃ

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি,বানিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরুআশ্রমের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২৩ মার্চ) ঈশ্বরদী মহিলা কলেজ অডিটোরিয়ামে জংশন ডিডিপি গুরুআশ্রমের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান এস এম রাজা'র সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ গ্রহণ করেন, ঈশ্বরদী শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আরিফুল শরীফ রাজা, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাঁড়া ঝাউদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন'র সভাপতি রিয়াজুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ, মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুর রাজ্জাক, রূপপুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাধারণ সম্পাদক একে আজাদ হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাপ্তাহিক ঈশ্বরদীর বার্তা পত্রিকার সম্পাদক আজিজুর রহমান খান, নলডাঙা মহিলা কলেজের অধ্যাপক পিকে সালাম, মুলাডুলি পাঠক মেলার সভাপতি, কবি ও সাহিত্যিক অধ্যাপক  নজরুল ইসলাম মুকুল, কবি, প্রকাশক ও কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার, সামাজিক সংগঠন আহবানের সভাপতি রাকিব হোসেন, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউর রহমান পাপ্পু, পাবনা মোহাম্মদিয়া কাদরিয়া দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সুফি জয়নাল আবেদিন, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সুফি হাফিজুর রহমান হাফিজ, সাকরেগাড়ী কাদরিয়া দরবার শরীফের পীর সাহেব কবি রজব আলী ভান্ডারী, বিআরডিবি'র অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর আরিফ জুলফিকার, মোংলাপোর্টের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কমকর্তা সাদেক খান, ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু সামা, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শাহীন, কবি ওয়াজেদ আলী, কবি সাধন কুন্ডু, কবি মুন্তাজ আলী, কবি নন্দিনি আরজু, কৈকুন্ডা চিশতিয়া কাদরিয়া দরবার শরীফের পীর সাহেব খাজা রিপন চিশতি আল কাদরী, সাংবাদিক খালেদ মাহমুদ সুজন, সাংবাদিক উজ্জল প্রধান,সাংবাদিক রাসেল হোসাইন, সাংবাদিক প্রিন্স তুহিন, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নাজমুল হক রন্জন, কলের গানের প্রতিষ্ঠাতা মানিক মন্ডল, মানবতার সংগ্রামে ঈশ্বরদীর সভাপতি ইয়াছিন আরাফাত, সাংবাদিক রকিবুল হাসান রিপন, সাংবাদিক জাহিদুল ইসলাম নিক্কণ,ডিডিপি নিউজ ২৪ ডটকম সম্পাদক এস এম দীপ্ত, সাংবাদিক রাশেদুজ্জামান রাসেল,কবি, সাংবাদিক ও শিল্পী ইলমাতুল ইসলাম রূপা, শাহ সূফী সাধক শামসুদ্দিন ফকির এর মাজার শরীফের প্রধান খাদেম রবিউল ইসলাম, কন্ঠশিল্পী নাজমুল হক জয়, ডিডিপির মহিলা বিষয়ক পরিচালক জুলেখা বাউল, কন্ঠশিল্পী এস এম অন্ত, সূফী সাধক লিখন ফকির, অবসরপ্রাপ্ত টেলিযোগাযোগ কর্মকর্তা  সূফী সাধক খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত ট্রেন পরিচালক নাজিমুদ্দিন আহমেদ, কবি ও সাংবাদিক মুনমুন আক্তার, কবি ও ফটো সাংবাদিক সুবল কুমার পাল প্রমুখ। 


দোয়া ও মোনাজাত  পরিচালনা করেন শাহ সূফী জয়নাল আবেদীন পীর সাহেব। দোয়া ও ইফতার মাহফিলে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী শিক্ষাবিদসহ সুধীজন উপস্থিত ছিলেন।