Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসণ ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সারাদেশের ন্যায় ২ মার্চ রবিবার গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও স্মার্ট কার্ড বিতরণ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জম আহমেদ এর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, জেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম ও অধ্যক্ষ জহুরুল কাইয়ুম সহ গণ মাধ্যমকর্মী, অন্যান্য কর্মকর্তাগণ । এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করে একটি র্যালি অনুষ্ঠিত হয়।