lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-11T16:07:51Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে ইট ভাটা মালিক ও শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Advertisement


 


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে ইট ভাটা মালিক ও শ্রমিক দের বিক্ষোভ সমাবেশে হাজারো শ্রমিক যোগদান করেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন। 


আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসুচী অনুযায়ী পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ঢাকা- পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় ইট প্রস্ততুকারী মালিক সমিতি ও শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।বিক্ষোভটি একযোগে সারা বাংলাদেশে পালন করা হয়েছে। 


বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় ইট প্রস্ততুকারী মালিক ও শ্রমিকরা এতে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় ইট প্রস্ততকারী সমিতির সভাপতি সফিউল্লাহ সুফিসহ ইটভাটার মালিক ও শ্রমিকরা।


সমাবেশে বক্তারা বলেন, পঞ্চগড়ের যদি আর একটি ইট ভাটা ভাংচুর করা হয়। তাহলে মালিক ও শ্রমিকরা মিলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দেন তারা।


বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।