Advertisement
আল আমিন হোসেন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অন্যতম সামাজিক সংগঠন "জোনাকি" আজ এক মহতী উদ্যোগের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী পরিচালনা করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন শাহারিয়ার রহমান নিলয় বলেন, "রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষাকে মনে রেখে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারলেই আমাদের পরিশ্রম স্বার্থক মনে হবে।"
এসময় জোনাকির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, এটি তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের একটি অংশ এবং ভবিষ্যতেও তারা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারাও জোনাকির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণদের মধ্যে সহমর্মিতার বোধকে আরও জাগ্রত করবে।
জোনাকির এই মহতী কার্যক্রমে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাপ্রাপ্ত মানুষরা। তাদের একটাই প্রার্থনা—এমন উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক, যাতে আরও বেশি অসহায় মানুষ এর সুফল পেতে পারে।