lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-10T11:43:05Z
মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: 

দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন, খুন-ধর্ষণের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি, নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা, রক্তদান সমাজ কল্যাণ সংস্থা ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে এসব মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীরা ‘জান, মালের নিরাপত্তা দে/নইলে গদি ছেড়ে দে’, ‘খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’, ‘বেগম রোকেয়া শিখিয়ে গেছে/ লড়াই করে বাঁচতে হবে’ ইত্যাদি ¯েøাগান দেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য নিলয় রশিদ ও একই সংগঠনের অপর সদস্য মো. ইমরান হোসেনের সঞ্চালনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণরাজু হাজরা, জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফ হোসেন,  মো. শিবলু, সংস্কৃতিকর্মী নিতেশ সুত্রধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী ঈষিকা ঈষা, নাফিজা, ইফতি প্রমুখ।

অপরদিকে মৌলভীবাজার শহরে বিক্ষোভ সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী মাহমুদ আহমেদ, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী ফারাবী আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজিব সূত্রধর, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জ্যোতিষ মোহন্ত, নাজমা বেগম, শাকিলা আক্তার, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী নাফিসা আক্তার প্রমুখ। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অভিভাবক খসরু চৌধুরী ও নাট্যকর্মী শাহীন ইকবাল। 

সমাবেশে বক্তরা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করে যে নারী সমাজ অভ্যুত্থানের পরে সেই নারীদেরকেই আগের মতোই হেনস্তা, নিপীড়ন করা হচ্ছে। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতিই নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনার ধারাবাহিকতা। নুসরতান, তনু, বসুন্ধরা গ্রæপের আনভীর সোবহান কর্তৃক মুনিয়া ধর্ষণের বিচার হয়নি। ফল স্বরূপ, মাগুরার আট বছরের শিশু আছিয়া কিংবা বড়লেখার তিন বছর সাত মাসের শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছেই।’ উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ‘পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১৭ হাজার ৫৭১টি। এর মধ্যে ৬ হাজার ৮৬৭টি মামলা হয়েছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। ২০২৩ সালে মামলা হয়েছিল ১৮ হাজার ৯৪১টি। ২০২৫ সালের জানুয়ারি মাসে ১ হাজার ৪৪০টি মামলা হয়েছে। এতে স্পষ্টই বুঝা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরোটাই ব্যর্থ। সুতরাং অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সকল প্রকার নারী নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে শক্তভাবে বিচার কার্য পরিচালনার জোর দাবি জানাই।’

এছাড়াও জেলার জুড়ী, রাজনগরসহ সাত উপজেলার সর্বত্র দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।