বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
Advertisement
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া কুমার নদে এই অভিযান পরিচালনা করেন সহকারী কশিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ।
জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজারের লেবার টিটুল মোল্যা ও কামরুল মোল্যাকে আটক করে। এসময় দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ জানান, কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।