Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজার পৌরসভার সামনে মেয়র চত্তর এলাকায় কতিপয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠেছে মৌলভীবাজার। রবিবার (৬ এপ্রিল) রাতে হত্যাকান্ডের পর সোমবার (৭ এপ্রিল) আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরে আইজীবী সমিতির পক্ষ থেকে সুজন মিয়ার ঘাতকদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিকে সোমবার দুপুরে মেয়র চত্ত¡রে অবস্থিত সব কয়টি চটপটি ও ফুচকার দোকান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী সুজন মিয়াসহ চার বন্ধু মৌলভীবাজার পৌরসভার সামনে মেয়র চত্ত¡রের উত্তর পাশে ফুটপাতে তামান্না ফুসকা শপে বসে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭-৮ জন কিশোর বয়সী দুর্বৃত্ত আইনজীবী সুজন মিয়ার পাশে এসে তাকে ঘিরে ফেলে। ওই দুর্বৃত্তদের একজন সুজন মিয়ার বুকে উপর্যপরী ছুরিকাঘাত করে সবাই একত্রে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আইনজীবী সুজন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার পরিবারের সদস্য ও তার সহকর্মীরা ছুটে যান হাসপাতালে। আইনজীবী সুজন মিয়া মৌলভীবাজার শহরতলীর পূর্ব হিলালপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। প্রায় আট বছর যাবত তার পরিবার মৌলভীবাজার শহরে বসবাস করছিলেন। নিহতের পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডস্থ ধুবলাপাড়া এলাকায়।
সোমবার (৭ এপ্রিল) সকালে মৌলভীবাজার আইনজীবী সমিতিভুক্ত সকল সদস্য ও আইনজীবী সহকারীরা আদালত বর্জন করে আদালত এলাকায় মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আইনজীবী সুজন মিয়ার ঘাতকদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করে। দুপুরের দিকে বিক্ষুব্ধ জনতা মেয়র চত্ত¡রে অবস্থিত সব কয়টি চটপটি ও ফুচকার দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। আইনজীবী সুজন মিয়ার ঘাতকদের দ্রæততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদিনই মৌলভীবাজার শহরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে খন্ড খন্ড মিছিল বের হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহŸায়ক সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব বলেন, ‘জেলা আইনজীবী সমিতির সদস্য সুজন মিয়া গতকাল (রবিবার) রাতে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদে আমরা আইনজীবি ও আইনজীবী সহকারীরা আজ (সোমবার) সকালে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষে আমরা বিক্ষোভ মিছিল বের করি। পরে আমরা জেলা ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি ২৪ ঘন্টার মধ্যে ঘাতকদেরকে গ্রেপ্তার করতে হবে। নতুবা আইনজীবী সমিতি পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
আইনজীবী সুজন মিয়ার হত্যাকান্ডের বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, ‘মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জেলা পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আইনজীবী সুজন মিয়াকে কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। দ্রæততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ মাঠে তৎপর রয়েছে।’
এদিকে মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়ার নামাজে জানাজা সোমবার বিকেল সাড়ে ৫টায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।